দুর্গাপূজাকে ঘিরে গুজবের বিষয়ে সতর্ক রয়েছে র‍্যাব: মহাপরিচালক

|

কোনো মহল গুজব ছড়িয়ে শারদীয় দুর্গোৎসবকে যাতে নষ্ট করতে না পারে সে বিষয়ে সজাগ রয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব)। এমনটা জানিয়েছেন বাহিনীটির মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে রাজধানীর বারিধারার ডিওএইচএসে পূজামন্ডপ পরিদর্শন শেষে সংবাদিকদের এ কথা বলেন তিনি।

র‍্যাব মহাপরিচালক বলেন, দেশের ৩২ হাজার পূজা মণ্ডপের নিরাপত্তায় র‍্যাবের ১৫টি ব্যাটালিয়ন কাজ করছে। সকল ব্যাটালিয়নের কন্ট্রোল রুম রয়েছে। সেখান থেকে সবকিছু তদারকি করা হচ্ছে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত রাজধানীর বাইরেও বড় কোনো সমস্যা দেখা যায় যায়নি। বিচ্ছিন্ন ঘটনাগুলোর বিষয়ে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। এ সময় সারাদেশে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply