Site icon Jamuna Television

নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো বন্ধে ব্যবস্থা: ইসি সচিব

বিএনপির অভিযোগ নাকচ করে নির্বাচন কমিশন বলছে- পুলিশ নয় জেলা প্রশাসকরাই ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়োগ দিয়েছে। সাংবাদিকদের এ কথা বলেছেন ইসি সচিব।

নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের ইসি সচিব বলেন, নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো বন্ধেও ব্যবস্থা নেয়া হচ্ছে। নির্বাচনে ধর্মের ব্যবহার বন্ধে ওয়াজ মাহফিলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে ইসিতে অভিযোগ জানাতে আসে বিএনপির একটি প্রতিনিধি দল। চিঠিতে দলটি বলেছে, তাদের মনোনয়ন প্রত্যাশী নেতাসহ অন্যদের ঢালাওভাবে গ্রেফতার করছে পুলিশ।

এদিকে, নির্বাচনের সামগ্রিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিসহ বিভিন্ন বিষয়ে কাল পুলিশ প্রশাসনের সাথে বৈঠক করবে কমিশন।

Exit mobile version