লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ইউনিফিলের ওপর হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার (১০ অক্টোবর) এক বিবৃতিতে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে এ অভিযোগ তুলেছে ইউনিফিল। খবর আল জাজিরার।
বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় রাতে শান্তি রক্ষীদের ওয়াচ টাওয়ার লক্ষ্য করে একগুচ্ছ গুলি ছুড়েছে ইসরায়েলের সেনারা। এতে আহতও হয়েছেন বেশ কয়েকজন সদস্য। এই গুলিবর্ষণ সম্পূর্ণ ইচ্ছাকৃত, বলছে সংগঠনটি। এ হামলাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে তীব্র নিন্দা জানিয়েছে ইউনিফিল।
ইসরায়েলি সেনাদের এমন আচরণের কঠোর সমালোচনা করেছে মিত্র যুক্তরাষ্ট্র, ইতালি, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্সসহ বেশ কয়েকটি দেশ। ১৯৭৮ সাল থেকে বিশ্বের অর্ধশত দেশে নিরাপত্তা রক্ষায় নিয়োজিত রয়েছে জাতিসংঘের ১০ হাজার শান্তিরক্ষী।
/এএম
Leave a reply