তাঁতিবাজারে পূজামণ্ডপের পেছনে ছিনতাইয়ের ঘটনার পর রাতেই রাজধানীর তাঁতিবাজার পূজামণ্ডপ এলাকা পরিদর্শন করেছেন তথ্য যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম।
এ সময় তিনি বলেন সারাদেশে পূজা মণ্ডপ এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হয়েছে। কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে ছাড় দেয়া হবে না। তিনি বলেন রাতে ছিনতাইয়ের চেষ্টা করলে স্থানীয় জনগণ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতায় ছিনতাইকারীদের ধরা হয়।
তিনি আরও জানান, পরবর্তীতে কেউ যাতে আর এ ধরনের ঘটনা ঘটানোর সাহস না পায় সেজন্য দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে বলেও জানান তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।
এর আগে, রাত ৮টার দিকে তাঁতিবাজারে পূজামণ্ডপের পেছনে ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে আটক করা হয়। এ ঘটনায় ৪ জন আহত হয়েছেন। ছিনতাইয়ের সময় একটি পেট্রোলবোমা সদৃশ বস্তু ছুড়ে মারে ছিনতাইকারী। তবে তা বিষ্ফোরিত হয়নি বলে দাবি করছে পুলিশ।
/এএস
Leave a reply