গৃহকর্ত্রীর চুরি যাওয়া ৫৫ ভরির ৩০ ভরি স্বর্ণ উদ্ধার করলো পুলিশ

|

রাজধানীর রমনা থানায় স্বর্ণালংকার চুরির মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩০ ভরি স্বর্ণালংকার।

শনিবার (১২ অক্টোবর) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এ তথ্য জানান রমনা বিভাগের ডিসি মোহাম্মদ সরোয়ার জাহান। পুলিশ জানায়, রাজধানীর ইস্কাটনে বসবাসরত ভুক্তভোগী গৃহকর্ত্রী বেসরকারি একটি ব্যাংক থেকে সম্প্রতি অবসর নেন। তিনি তার সঞ্চিত অর্থে কেনা স্বর্ণালংকার নিজ বাসাতেই গচ্ছিত রাখতেন। সেখান থেকেই চুরি হয় ৫৫ ভরি স্বর্ণালংকার। তার বাসার তিন গৃহকর্মী এই স্বর্নালঙ্কার চুরি করেছে বলে প্রমাণ পেয়েছে পুলিশ।

চলতি মাসের চার তারিখ থেকে শুরু করে অল্প অল্প করে চুরি করে তারা। আটককৃত গৃহকর্মীরা চুরিকৃত স্বর্ণ বিক্রির টাকা দিয়ে ব্যাংকে ১০ লাখ টাকার এফডিআরও করেছে।

পুলিশ জানায়, গৃহকর্মী কোহিনূর থেকে আট ভরি, নাজমা আক্তার লাইজু থেকে পাওয়া যায় ১৬ ভরি স্বর্ণ। এছাড়া কারওয়ান বাজারের ২টি স্বর্ণের দোকান থেকেও কিছু অলংকার উদ্ধার করে পুলিশ। স্বর্ণালংকার চুরির ঘটনায় ১০ সেপ্টেম্বর মামলা করেন ভুক্তভোগী।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply