ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে দেশটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে নিকারাগুয়া। শুক্রবার (১১ অক্টোবর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, নিকারাগুয়া-র আগে আরেক লাতিন দেশ কলাম্বিয়াও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। ফলে, গাজায় আগ্রাসনের পর থেকে ইসরায়েলের সঙ্গে অন্যান্য দেশের আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হওয়া দিন দিন বাড়ছে।
স্থানীয় সময় শুক্রবার, নিকারাগুয়ার ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলো আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। এক ভাষণে তিনি জানান, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তার দেশের পার্লামেন্ট কংগ্রেস এরই মধ্যে একটি রেজ্যুলেশন পাস করেছে।
/এআই
Leave a reply