সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাট করতে নেমে রীতিমতো রান উৎসবে মেতেছে ভারতীয় দুই ব্যাটার সঞ্জু স্যামসন ও সুরিয়াকুমার ইয়াদভ। দুজনের নিরবচ্ছিন্ন শতরানের জুটিতে বড় সংগ্রহের পথে এগোচ্ছে স্বাগতিকরা। ১১ ওভার শেষে ভারতের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ১৬৬ রান।
ইনিংসের শুরু থেকেই মারমুখি ভঙ্গিমায় আবির্ভূত হন সঞ্জু-সুরিয়া। পাওয়ার প্লে’র ৬ ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৭৬ রান। বাংলাদেশের বোলারদের সাফল্য বলতে ব্যক্তিগত ৪ রানে ওপেনার অভিষেক শর্মাকে সাজঘরে পাঠানো। ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলেই তানজিম সাকিবের বলে মাহেদী হাসানের তালুবন্দি হয়ে মাঠ ছাড়েন এ ওপেনার।
এরপরের গল্পটা সঞ্জু-সুরিয়াকুমারের। একের পর এক চার-ছক্কায় দুজন মিলে দিশেহারা করে ফেলেন টাইগার বোলার-ফিল্ডারদের। ১১ ওভার শেষে দুজন মিলে গড়েছেন নিরবচ্ছিন্ন ১৪৩ রানের জুটি।
/এমএইচআর
Leave a reply