স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:
গণতন্ত্রের বাহক হচ্ছে নির্বাচন। গণতান্ত্রিক ধারায় পৌঁছাতে এর বিকল্প নেই। সুষ্ঠু নির্বাচন ও দেশের মালিকানা ফিরে পেতেই জনগণ গত ১৫ বছরের গুম, খুন, নির্যাতনের বিরুদ্ধে যুদ্ধ করেছে। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে টাঙ্গাইলের মির্জাপুরে পূজা মন্ডপ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলে তিনি।
আমীর খসরু বলেন, দেশের মালিকানা ফিরিয়ে পেতে আমাদের গনতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে হবে। যত কম সময়ের মধ্যে নির্বাচন হবে তত দ্রুত জনগণ দেশের মালিকানা ফিরে পাবে।
তিনি আরও বলেন, বহু বছর ধরে বাজারের অবস্থা খুবই নাজুক। দেশের মানুষ বর্তমানে দরিদ্র সীমার অনেক নিচে বসবাস করছে। মানুষের ক্রয়ক্ষমতা ও জীবনযাত্রার মান কমে গেছে। সবাই মিলে কাজ করে তা মানুষের নাগালের মধ্যে আনার চেষ্টা করতে হবে।
/আরএইচ
Leave a reply