সিনিয়র করেসপনডেন্ট, রংপুর
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ মোক্তার এলাহী হলের ছাত্রলীগের নেতাকর্মীদের বিভিন্ন রুম থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার কার্যক্রম চলছে।
রোববার (১৩ অক্টোবর) রাত দশটায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমন্বয়ক এবং কর্তৃপক্ষ শহীদ মুখতার এলাহী হলের ছাত্রলীগ ব্যবহৃত বিভিন্ন রুমে অভিযান চালায়। এ সময় তৃতীয় তলার ৩০৫, ৩০৬ পঞ্চম তলার ৫০৩, ৫১১ রুম থেকে দেশীয় রড, চাপাতি, ছুরি, দা, রামদা বেকিসহ বিভিন্ন ধরনের দেশী ও অস্ত্র উদ্ধার করা হয়।
শিক্ষার্থীরা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলার জন্য ছাত্রলীগ এসব অস্ত্র হলে জমা করে রেখেছিল।
হলটির মোঃ কামরুজ্জামান জানান, হলে অবৈধ ছাত্রদের বের করে দেয়া এবং মেধার ভিত্তিতে সিট বরাদ্দের জন্য এরইমধ্যে আমরা নোটিশ দিয়েছিলাম। নোটিশ দেয়ার পর আমরা রোববার রাতে হলটিতে অভিযান চালাই। এ সময় ৭-৮টি রুম থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করি। এই রুমগুলোতে থাকতো ছাত্রলীগ নেতাকর্মীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থামাতেই এসব রুমগুলোতে ছাত্রলীগ নেতা কর্মীরা দেশীয় অস্ত্রের মজুদ করে তুলেছিল। এ বিষয়ে আইনানুক ব্যবস্থা নেয়া হবে।
/আরআইএম
Leave a reply