শুরু হয়ে গেছে একাদশতম বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ডামাডোল। সোমবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে শুরু হয় প্লেয়ার ড্রাফটের কার্যক্রম। ড্রাফটের প্রথম রাউন্ডের ডাকেই দল পেয়েছেন জাতীয় দলের নিয়মিত দুই মুখ তাসকিন আহমেদ ও লিটন কুমার দাস। সেইসাথে দল পেয়েছেন সদ্য আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেয়া মাহমুদউল্লাহ।
তাসকিনকে কিনে নিয়েছে দুর্বার রাজশাহী, অপরদিকে লিটনকে পেয়েছে ঢাকা ক্যাপিটালস। মাহমুদউল্লাহকে দলে ভিড়িয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল।
সর্বোচ্চ ক্যাটাগরি ‘এ’ থেকে দল পেয়েছেন মাহমুদউল্লাহ। তিনি টানা দ্বিতীয় আসরে খেলবেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের সঙ্গে। তিনজনেই গত আসরে প্রথমবার বরিশালের শিরোপা জয়ে ভূমিকা রেখেছিলেন। যদিও এবার মাত্র দুজন ক্রিকেটারকে রিটেইন করার নিয়ম থাকায় রিয়াদকে ছেড়ে দিয়ে তামিম-মুশফিককে ধরে রাখে বরিশাল। তবে ড্রাফট থেকে ঠিকই তারা তুলে নিলো রিয়াদের নাম।
এছাড়া, মাশরাফী বিন মোর্ত্তজা ফিরেছেন নিজের আগের দল সিলেট স্ট্রাইকার্সে।
এবারের আসরে অংশ নেবে সাতটি দল। নতুন ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস ও দুর্বার রাজশাহী। এর মাঝে চিটাগাং কিংস এর আগেও বিপিএলে ছিল। আর পুরাতন চার ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশাল, সিলেট স্ট্রাইকার্স, খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্স।
উল্লেখ্য, আগামী ২৭ ডিসেম্বর মাঠে গড়াবে এবারের বিপিএল। ১৮৮ জন স্থানীয় ক্রিকেটার এবং ৪৩৪ বিদেশি ক্রিকেটার থেকে পছন্দের দল গড়বে দলগুলো।
/এমএইচআর
Leave a reply