ড্রাফট শেষে যেমন হলো বিপিএলের ৭ দলের স্কোয়াড

|

ছবি: সংগৃহীত

শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট। ড্রাফটে মোট ৪৪০ জন বিদেশি ক্রিকেটারকে রাখা হয়েছে। তাদেরকে ভাগ করা হয়েছিল পাঁচটি ক্যাটাগরিতে। আর ১৮৮ জন স্থানীয় খেলোয়াড়কে ভাগ করা হয়েছিল ৬ ক্যাটাগরিতে। সেখান থেকে দল গঠনের কাজ এগিয়ে নিয়েছে বিপিএলের সাত ফ্রাঞ্চাইজি। এর আগেই অবশ্য তিনজন করে ক্রিকেটার সরাসরি চুক্তি অথবা ধরে রেখেছে তারা। যদিও এখনো সুযোগ আছে, চাইলে ফ্রাঞ্চাইজিগুলো আরো ক্রিকেটার নিতে পারবে।

সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয় আগামী বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। এক পর্যায়ে রিশাদের দল পাওয়া নিয়ে ছড়িয়ে পড়ে তুমুল কৌতূহল। তার আগেই জাতীয় দল ও এর আশপাশের উল্লেখযোগ্য অনেক ক্রিকেটারকে দলে টেনে নেয় ফ্র্যাঞ্চাইজিগুলো। একটু শঙ্কার ওড়াউড়ির পর রিশাদকে নেয় গত আসরের চ্যাম্পিয়নরা।

প্লেয়ার্স ড্রাফটের আগে ৭ দল (নতুন ৩, পুরাতন ৪) রিটেনশন ও ডিরেক্ট সাইনিং করে দল গুছিয়েছে। ড্রাফট থেকে দলগুলো চূড়ান্ত করলো তাদের স্কোয়াড।

ড্রাফট শেষে যেমন হলো বিপিএলের ৭ দলঃ

ফরচুন বরিশাল: সরাসরি চুক্তি ও রিটেইনড- তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মোহাম্মদ নবী (আফগানিস্তান), কাইল মায়ের্স (ওয়েস্ট ইন্ডিজ), ডেভিড মালান (ইংল্যান্ড), ফাহিম আশরাফ (পাকিস্তান), মোহাম্মদ আলি (পাকিস্তান), খান জাহানবাদ (পাকিস্তান)।

ড্রাফট থেকে- মাহমুদউল্লাহ রিয়াদ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন শান্ত, রিপন মন্ডল, এবাদত হোসেন, নাইম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম, জেমস ফুলার (ইংল্যান্ড), পাথুম নিসাঙ্কা (শ্রীলঙ্কা), নাদ্রে বার্গার (দক্ষিণ আফ্রিকা)।

সিলেট স্ট্রাইকার্স: সরাসরি চুক্তি ও রিটেইনড- তানজিম হাসান সাকিব, জাকির হাসান, জাকের আলি অনিক, পল স্টার্লিং (আয়ারল্যান্ড), জর্জ মুন্সি (স্কটল্যান্ড)

ড্রাফট থেকে- রনি তালুকদার, মাশরাফী বিন মোর্ত্তজা, আল-আমিন হোসেন, আরাফাত সানি, রুয়েল মিয়া, আরিফুল হক, নিহাদ উজ জামান, নাহিদুল ইসলাম, রাহকিম কর্নওয়াল (ওয়েস্ট ইন্ডিজ), সামিউল্লাহ সেনওয়ারি (আফগানিস্তান), রিস টপলি (ইংল্যান্ড),

খুলনা টাইগার্স: সরাসরি চুক্তি ও রিটেইনড- নাসুম আহমেদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ,

ড্রাফট থেকে- হাসান মাহমুদ, নাইম শেখ, ইমরুল কায়েস, মাহিদুল অংকন, আবু হায়দার রনি, জিয়াউর রহমান, মাহফুজুর রহমান রাব্বি, মাহমুদুল হাসান জয়, মোহাম্মদ হাসনাইন (পাকিস্তান), ওশানে থমাস (ওয়েস্ট ইন্ডিজ), লুইস গ্রেগরি (ইংল্যান্ড), মোহাম্মদ নওয়াজ (পাকিস্তান),

রংপুর রাইডার্স: সরাসরি চুক্তি ও রিটেইনড- নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন,
খুশদিল শাহ (পাকিস্তান), অ্যালেক্স হেলস (ইংল্যান্ড), ইফতিখার আহমেদ (পাকিস্তান), আল্লাহ গজনফার (আফগানিস্তান), সৌরভ নেত্রভালকার (যুক্তরাষ্ট্র), স্টিভেন রায়ান টেইলর (যুক্তরাষ্ট্র),

ড্রাফট থেকে- নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার, রাকিবুল হাসান, রেজাউর রহমান রাজা, ইরফান শুক্কুর, কামরুল ইসলাম রাব্বি, তৌফিক খান তুষার, আকিফ জাভেদ (পাকিস্তান), কার্টিস ক্যাম্ফার (আয়ারল্যান্ড),

ঢাকা ক্যাপিটালস: সরাসরি চুক্তি ও রিটেইনড- মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম, জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ), স্টিফেন এসকিনাজি (ইংল্যান্ড), শাহনেওয়াজ দাহানি (পাকিস্তান), থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), আমির হামজা (আফগানিস্তান),

ড্রাফট থেকে- লিটন দাস, হাবিবুর রহমান সোহান, আবু জায়েদ রাহি, মুকিদুল ইসলাম মুগ্ধ, মুশফিক হাসান, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান মিতুল, শাহাদাত হোসেন দিপু, সাইম আইয়ুব (পাকিস্তান), মির হামজা (আফগানিস্তান)

চিটাগং কিংস- সরাসরি চুক্তি ও রিটেইনড- সাকিব আল হাসান, শরিফুল ইসলাম (ডিরেক্ট সাইনিং),মইন আলি (ইংল্যান্ড), উসমান খান (পাকিস্তান), হায়দার আলি (পাকিস্তান), অ্যাঞ্জেলো ম্যাথুস (শ্রীলঙ্কা), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র (পাকিস্তান) ও বিনুরা ফার্নান্দো (শ্রীলঙ্কা)

ড্রাফট থেকে- শামীম হোসেন, পারভেজ হোসেন ইমন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নাইম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস জাভেদ, শেখ পারভেজ জীবন, মার্শাল আইয়ুবগ্রাহাম ক্লার্ক (ইংল্যান্ড), থমাস ও’কর্নেল (অস্ট্রেলিয়া),

দুর্বার রাজশাহী- সরাসরি চুক্তি ও রিটেইনড- এনামুল হক বিজয়, জিশান আলম

ড্রাফট থেকে- তাসকিন আহমেদ, জিসান আলম, ইয়াসির আলি রাব্বি, সাব্বির হোসেন, সানজামুল ইসলাম, এম মেহেরব হোসেন, আকবর আলি, হাসান মুরাদ, শফিউল ইসলাম, মোহর শেখ অন্তরসাদ নাসিম (পাকিস্তান), লাহিরু সামারাকুন (শ্রীলঙ্কা)।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply