Site icon Jamuna Television

ফরিদপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৫, আহত ২০

ফরিদপুর সদর উপজেলার মল্লিকপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। উদ্ধার অভিযানে কাজ করছে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোর ৪টার দিকে ঢাকা থেকে ঝিনাইদহগামী ঝিনাইদহ পরিবহন ও ঝিনাইদহ থেকে ঢাকাগামী গ্রিন এক্সপ্রেস নামে দুটি বাস সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মল্লিকপুরে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকার আব্দুল্লাপুর থেকে ঝিনাইদহগামী গ্রীন এক্সপ্রেস নামে একটি বাসের সঙ্গে বিপরীত দিক সাতক্ষীরার শ্যামনগর থেকে ছেড়ে আসা খাগড়াছড়ি পরিবহনের বাসের মুখোমুখি এ সংঘর্ষ হয়। আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

নিহতদের সবাই খাগড়াছড়ি পরিবহনের যাত্রী ছিল। তাদের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে। তারা হলেন, সাতক্ষীরার শ্যামনগরের সাফায়াত গাজীর ছেলে আবু বক্কর গাজী (৫৫), বাবু মোড়লের ছেলে ঈসা মোড়ল (৪০)। নিহত অন্য তিনজনের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

/এআই

Exit mobile version