এইচএসসি পরীক্ষা: কোন বোর্ডে পাসের হার কত?

|

ফাইল ছবি

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১১টার কিছু আগে অনলাইনে উন্মুক্ত করা হয় রেজাল্ট। ফলাফল ঘোষণা করেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার।

এবার ৯টি সাধারণ ও মাদরাসা এবং কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ ভাগ।

শিক্ষাবোর্ডের তথ্য অনুযায়ী, ঢাকা শিক্ষাবোর্ডে পাসের হার ৭৯ দশমিক ২১ শতাংশ, চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ৭০ দশমিক ৩২ শতাংশ, বরিশাল শিক্ষাবোর্ডে পাসের হার ৮১ দশমিক ৮৫ শতাংশ, রাজশাহী শিক্ষাবোর্ডে পাসের হার ৮১ দশমিক ২৪ শতাংশ, কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৭১ দশমিক ১৫ শতাংশ, যশোর শিক্ষাবোর্ডে পাসের হার ৬৪ দশমিক ২৯ শতাংশ, সিলেট শিক্ষাবোর্ডে পাসের হার ৮৫ দশমিক ৩৯ শতাংশ, দিনাজপুর শিক্ষাবোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৫৬ শতাংশ, ময়মনসিংহ যশোর শিক্ষাবোর্ডে পাসের হার ৬৩ দশমিক ২২ শতাংশ।

উত্তীর্ণদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন। এবারও ছেলেদের চেয়ে পাস আর জিপিএ ৫ এ এগিয়ে মেয়েরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply