জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় নবায়নযোগ্য শক্তি ব্যবহারের তাগিদ

|

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় এখনি নবায়নযোগ্য শক্তির দিকে অগ্রসর হওয়া দরকার বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে রাজধানীর একটি হোটেলে ন্যাচার কনজারভেশন ম‍্যানেজমেন্ট আয়োজিত এক নীতি সংলাপে এমন অভিমত জানান বক্তারা।

এ সময় তারা বলেন, বাংলাদেশের জ্বালানি খাত বর্তমানে একটি সংকটের সম্মুখীন—ফসিল ফুয়েলের উপর নির্ভরশীলতা, প্রাকৃতিক গ্যাস এবং আমদানি করা তেল। তাই জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানি খাতে আরও বেশি অগ্রসর হওয়া দরকার। এসময় বক্তারা

এই খাতের চ‍্যলেন্জগুলো নিয়ে আলোচনা করেন। এছাড়া সৌরশক্তি, বায়ু শক্তি, এবং জলবিদ্যুৎ ক্ষেত্র বাড়ানোর তাগিদ দেন তারা।

বক্তারা মনে করেন, এই পরিবর্তন শুধু পরিবেশকে রক্ষা করবে না, বরং নতুন কর্মসংস্থান তৈরি করবে এবং দেশের অর্থনীতি শক্তিশালী করবে। আগামী মাসে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনের প্রস্তুতি হিসেবে এই সংলাপ বাংলাদেশকে বৈশ্বিক জলবায়ু আলোচনায় শক্তিশালী অবস্থান তৈরি করতে সহায়ক হবে বলেও মনে করেন তারা।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply