শেরপুর জেলা আ. লীগের সাবেক সাধারণ সম্পাদক চন্দন গ্রেফতার

|

স্টাফ করেসপনডেন্ট, শেরপুর:

ভারতে যাওয়ার সময় শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. চন্দন কুমার পালকে বেনাপোল সীমান্ত থেকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। বুধবার (১৬ অক্টোবর) বিকেলে বেনাপোল ইমিগ্রেশন ভবনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। 

বিষয়টি নিশ্চত করেছেন শেরপুর জেলার পুলিশ সুপার আমিনুল ইসলাম। এরইমধ্যে শেরপুর জেলা পুলিশের একটি দল চন্দন কুমার পালকে আনতে বেনাপোল সীমান্তের উদ্দেশ্যে রওনা হয়েছেন। 

জানা যায়, ছাত্র-জনতার আন্দোলনের শেরপুরে তিনজন ছাত্রকে হত্যার ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে আত্নগোপনে ছিলেন তিনি।

চন্দন কুমার পাল বর্তমানে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদে রয়েছেন।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply