মুলতান টেস্ট: সাজিদ খানের নৈপুণ্যে লিড পেলো পাকিস্তান

|

ছবি: সংগৃহীত

মুলতানে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৭৫ রানের লিড পেয়েছে পাকিস্তান। সাজিদ খানের স্পিন ঘূর্ণিতে ইংলিশদের প্রথম ইনিংস গুটিয়ে যায় ২৯১ রানে। ডানহাতি এই স্পিনার একাই নেন ৭ উইকেট। এর আগে পাকিস্তান নিজেদের প্রথম ইনিংসে কামরান গুলামের সেঞ্চুরিতে ৩৬৬ রান সংগ্রহ করেছিল।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) মুলতান ক্রিকেট স্টেডিয়ামে ৬ উইকেটে ২৩৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। দিনের ষষ্ঠ ওভারে ব্রাইডন কার্সকে (২৯ বলে ৪) সউদ শাকিলের ক্যাচ বানিয়ে ফাইফার পূর্ণ করেন সাজিদ। এটি টেস্ট ক্যারিয়ারে সাজিদের দ্বিতীয় ফাইফার। এরপর ম্যাথিউ পটস (১০ বলে ৬) ও ইংল্যান্ডের শেষ উইকেট শোয়েব বশিরকেও (১৯ বলে ৯) তুলে নেন সাজিদ। ২৬.২ ওভার বল করে ১১১ রান খরচায় ৭ উইকেট নেন ডানহাতি স্পিনার।

এর আগে পাকিস্তানের ৩৬৬ রানের জবাব ‘বাজবল’ খেলা উপহার দিচ্ছিলো ইংল্যান্ড। টেস্ট ফরম্যাট হলেও শুরুর দিকে ইংলিশরা খেলেছে অনেকটা ওয়ানডে স্টাইলে। ৪১ ওভারে ২ উইকেটের বিনিময়ে তুলে ফেলেছিল ২১০ রান।

উদ্বোধনী জুটিতে ৭৩ রান তোলেন ইংল্যান্ডের দুই ওপেনার জ্যাক ক্রুলি ও বেন ডাকেট। ৩৭ বলে ২৭ রান করে আউট হন ক্রুলি। নোমান আলির ঘূর্ণিতে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ হন ইংলিশ ওপেনার। সাজিদ খানের ঘূর্ণিতে বোল্ড হওয়ার আগে অলি পোপ করেন ৩৭ বলে ২৯ রান।

১২০ বলে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকান ডাকেট। টেস্ট ক্যারিয়ারে এটি বাঁহাতি ইংলিশ ব্যাটারের চতুর্থ সেঞ্চুরি। একইসঙ্গে সবচেয়ে ধীরগতিরও। এর আগে ভারতের বিপক্ষে ৮৮ বলে, পাকিস্তানের বিপক্ষে ১০৫ বলে ও আয়ারল্যান্ডের বিপক্ষে ১০৬ বলে টেস্ট সেঞ্চুরি করেছিলেন মারকুটে ডাকেট।

দ্বিতীয় দিনের শেষ সেশনে এসে হঠাৎ তালগোল পাকিয়ে ফেলে ইংল্যান্ড। ১৪ রানের মধ্যে ৪ ব্যাটার ফিরিয়ে ইংলিশদের চেপে ধরে পাকিস্তান। ২ উইকেটে ২১১ রান করা ইংল্যান্ড ২২৫ রানে হারায় ৬ উইকেট। দলীয় ২১১ রানে সাজিদ খানের ঘূর্ণিতে জো রুট (৫৪ বলে ৩৪) বোল্ড হলে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপে শুরু হয় ভাঙন। এক ওভার পরেই সেঞ্চুরি করা ডাকেটকেও (১৬ চারে ১২৯ বলে ১১৪) তুলে নেন সাজিদ। ওই ওভারেই নতুন ব্যাটার হ্যারি ব্রুককেও (৯ বলে ৯) বোল্ড করেন ডানহাতি পাকিস্তান স্পিনার।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply