ছুটিতে থাকা বিচারপতিদের বাদ দিয়ে হাইকোর্টের ৫৪ বেঞ্চ পুনর্গঠন

|

অবকাশকালীন ছুটি শেষে আগামী রোববার (২০ অক্টোবর) থেকে বিচারকাজ পরিচালনার জন্য ৫৪টি হাইকোর্ট বেঞ্চ গঠন করা হয়েছে। ছুটিতে থাকা ১২ বিচারপতিকে বাদ দিয়েই আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এসব বেঞ্চ পুনর্গঠন করলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

একইসাথে আগামী সোমবার থেকে আপিল বিভাগের দ্বিতীয় বেঞ্চেও বিচারকাজ চলবে বলে জানায় সুপ্রিম কোর্ট প্রশাসন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এখন প্রধান বিচারপতিসহ ৬ জন বিচারপতি রয়েছেন। যাদেরকে দুইটি ভাগ করে আরেকটি বেঞ্চ গঠন করা হচ্ছে।

আর হাইকোর্ট বিভাগে রয়েছেন ১০১ জন বিচারপতি। হাইকোর্টের বিচারপতিদের থেকে ৮৩ জন বিচারপতিকে দিয়ে ২৯টি দ্বৈত বেঞ্চ এবং ২৫টি একক হাইকোর্ট বেঞ্চ গঠন করা হয়েছে। কোন বিচারপতিকে কোন বেঞ্চ দেয়া হয়েছে, তা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, গতকাল বুধবার চায়ের আমন্ত্রণ জানানো হাইকোর্টের ১২ জন বিচারপতিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি। ১৬ অক্টোবর দুপুরে তিনি এ সিদ্ধান্তের কথা জানিয়ে দেন।

নানা অনিয়মের অভিযোগ ওঠা হাইকোর্টের ১২ বিচারপতিকে এদিন চায়ের আমন্ত্রণ জানান প্রধান বিচারপতি। এছাড়া তারা আওয়ামী লীগ সরকারের দোসর হিসেবেও কাজ করেছেন বলে অভিযোগ রয়েছে।

ছুটিতে পাঠানো ১২ বিচারপতির মধ্যে রয়েছেন নাঈমা হায়দার, খুরশীদ আলম সরকার, মো. আতাউর রহমান খান, খিজির হায়াত, শাহেদ নূর উদ্দিন, এস এম মনিরুজ্জামান, মো. আখতারুজ্জামান, খোন্দকার দিলিরুজ্জামান, মো. আমিনুল ইসলাম, এস এম মাসুদ হোসেন দোলন, আশীষ রঞ্জন দাস ও শেখ হাসান আরিফ।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply