গোপনে যৌনদৃশ্য ধারণ করায় আদালতে ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার স্ট্রাইকার

|

দক্ষিণ কোরিয়ার ফুটবল খেলোয়াড় হোয়াং উই-জো বলেছেন তিনি সম্মতি ছাড়াই যে নারীদের ভিডিও করেছেন সেজন্য তিনি আন্তরিকভাবে দুঃখিত। ছবি: বিবিসি নিউজ।

সঙ্গীদের সাথে যৌন মিলনের সময় গোপনে ভিডিও করার জন্য জন্য ক্ষমা চেয়েছেন দক্ষিণ কোরিয়ার ফুটবল খেলোয়াড় হোয়াং উই-জো।

আদালতে প্রসিকিউটররা বলেছেন, গত ২০২২ সালের জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে দুই বান্ধবির সাথে যৌনাচারের সময় তাদের সন্মতি না নিয়ে অন্তত চারবার ভিডিও রেকর্ড করেছেন ৩১ বছর বয়সী এই খেলোয়াড়। বৃহস্পতিবার (১৮ অক্টোবর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার, আদালতে হাজিরা দিয়ে এমন কাজের জন্য গভীরভাবে দুঃখ প্রকাশ করেন। 

বুধবার সিউলে তার প্রথম আদালতে উপস্থিতিতে, হোয়াং বলেছিলেন যে “হতাশা” সৃষ্টি করার জন্য তিনি “গভীরভাবে দুঃখিত”।

প্রাক্তন স্ট্রাইকার গত মাসে ইংল্যান্ডের নটিংহাম ফরেস্ট ছেড়ে তুরস্কের অ্যালানিয়াস্পোরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।

স্ট্রাইকার হোয়াং গত মাসে ইংল্যান্ডের নটিংহাম ফরেস্ট ছেড়ে তুরস্কের একটি ক্লাবে নাম লিখিয়েছেন। তার এক বান্ধবীর বোন তাকে ব্ল্যাকমেল করার জন্য ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন। এভাবেই ভিডিওগুলোর কথা ফাঁস হয়ে যায়। 

হোয়াং অবশ্য ব্ল্যাকমেলের অভিযোগে ওই নারীর বিরুদ্ধে একটি মামলা করেছিলেন। পরে তার মামলার ভিত্তিতে ভিডিও ফাঁস করা নারীকে তিন বছরের কারাদণ্ডও দেওয়া হয়। 

তবে, গোপনে ভিডিওগুলো ধারণের জন্য অভিযোগ গঠিত হয় হোয়াংয়ের বিরুদ্ধেও। বেআইনিভাবে ধারণ করা এসব ভিডিওতে থাকা নারীদের পরিচয় গোপন রাখতে আদালতে তাদের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি প্রসিকিউটরেরা। 

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply