টেস্ট, ওয়ানডে বা টি–টোয়েন্টি-যে সংস্করণই হোক, ব্যাটার চান বড় স্কোর করে দলকে জেতাতে। কিন্তু রান না করেই ড্রেসিংরুমে ফেরত যাওয়া ব্যাটারদের জন্য সাক্ষাৎ এক দুঃস্বপ্ন। এবার সেরকম এক ক্যাটাগরিতেই যেন রেকর্ড গড়ে ফেললেন ভিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটের পরিসংখ্যানের নিরিখে ভক্তরা কোহলিকে ভালোবেসে ডাকে ‘দ্য কিং’। কিন্তু ‘কিং’ ও এবার ডাক পারফরম্যান্সের তালিকায় অবস্থান করলেন শীর্ষে। এখনও খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি শূন্য এখন সাবেক ভারত অধিনায়কের।
কিছু দিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটে ২৭ হাজার রানের মাইলফলক পার করেছেন ভিরাট কোহলি। টেস্টে ছুঁয়েছেন ৯ হাজার রানের মাইলফলক। এক দিনের ক্রিকেটে আর ৯৪ রান করলেই ছুঁয়ে ফেলবেন ১৪ হাজার রানের মাইলফলক। বর্তমান টেস্ট গড় টাও ৪৯ ছুঁই ছুঁই। তবুও কোথায় যেন একটা শূন্যতা।
ভারতীয় ব্যাটারদের মধ্যে তিন সংস্করণ মিলিয়ে সর্বোচ্চ ৩৮ বার শূন্য রানে আউট হয়েছেন ভিরাট। এর মধ্যে টেস্টে ১৫ ও ওয়ানডেতে ১৬ বার শূন্য রানে আউট হয়েছেন কোহলি। সব মিলিয়ে কোহলি ৩৮ বার শূন্য রানে আউট হয়েছেন ৫৯৫ ইনিংসে। টি–টোয়েন্টিতে ১১৭ ইনিংসে সাতবার।
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে লিস্টে সবার উপরে আছেন পেসার জহির খান। ২৩২ ইনিংস খেলে ৪৪ বার শূন্য রানে আউট হয়েছেন জহির। এখনও অবসর না নেয়া পেসার ইশান্ত শর্মা ৪০ বার শূন্য রানে আউট হয়েছেন।
ভিরাট কোহলির মতো নিউজিল্যান্ডের ফাস্ট বোলার সাউদিও আন্তর্জাতিক ক্রিকেটে ৩৮ বার শূন্য রানে আউট হয়েছেন। যদিও কোহলির চেয়ে অনেক কম ইনিংসে ব্যাটিং করেছেন সাউদি।
২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া বাংলাদেশী ওপেনার তামিম ইকবাল এখন পর্যন্ত ৩৬ বার শূন্য রানে আউট হয়েছেন। সবচেয়ে বেশি শূন্য রানে আউট হয়েছেন ওয়ানডেতে ২৪০ ইনিংসে ১৯ বার। আর আন্তর্জাতিক ক্রিকেটে ৫১৩ ইনিংসে ৩৩ বার শূন্য রানে আউট হয়েছেন ভারতীয় টেস্ট দলের অধিনায়ক রোহিত শর্মা।
তবে ৩২৮ ইনিংসে ৫৯ বার শূন্য রানে আউট হয়েছেন মুত্তিয়া মুরালিধরন যা আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক শূন্য রানে আউট হবার রেকর্ড। তালিকার দুই নাম্বারে আছেন উইন্ডিজ গ্রেট কোর্টনি ওয়ালস ২৬৪ ইনিংসে ৫৪ বার ডাক মেরেছেন তিনি। তালিকার ৩ নম্বরে আছেন শ্রীলঙ্কান ব্যাটিং গ্রেট সানাথ জয়সুরিয়া। ৬৫১ ইনিংসে ৫৩ বার ডাক মেরেছেন তিনি।
উল্লেখ্য, ২০১৯-এর নভেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে শতরানের পর থেকে এখন পর্যন্ত মাত্র দু’টি শতরান করেছেন ভিরাট কোহলি। ক্রমশ কমছে তার ব্যাটিং গড়ও।
/এমএইচআর
Leave a reply