‘হোম অব ক্রিকেট’ শের-ই-বাংলা স্টেডিয়ামের সামনে সাকিব আল হাসানের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছিল একদল ছাত্র-জনতা। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দিনভর নানা নাটকীয়তার পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলার স্বপ্ন ভেস্তে যায় সাকিবের। দুবাই থেকে আর দেশে ফিরতে পারেননি মিস্টার সেভেন্টি ফাইভ। বাদ দেয়া হয় প্রোটিয়াদের বিপক্ষে সিরিজে মিরপুর টেস্টের দল থেকেও। তাই দেশের মাটি থেকে টেস্ট থেকে বিদায় নেবার ইচ্ছা পূরণ আর হচ্ছে না দেশসেরা ক্রিকেটারের।
কিন্তু, একদিন পরেই দেখা গেল এর উল্টো চিত্র। শুক্রবার দুপুরে আবারও মিরপুরের হোম অব ক্রিকেটে ব্যানার ফেস্টুন নিয়ে হাজির অনেকে। তবে এবার দাবিটা ভিন্ন, সাকিবকে বিদায়ি টেস্ট খেলতে দিতে বিসিবির সামনে অবস্থান নিয়েছে সাকিব ভক্তরা।
এদিন বিসিবির কাছে চার দফা দাবি নিয়ে আসে ভক্তরা। চার দফা দাবি মানা না হলে সেটা রূপ নেবে এক দফায়, এমন হুঁশিয়ারিও তাদের।
ভক্তদের মধ্যে একজন বলেন, সাকিব যেন দেশের মাটিতে খেলে বিদায় নিতে পারে, কানপুরে তার বিদায় হয়ে গেছে- এমনটা যেনো বাস্তব না হয়। ভক্তরা আরও বলেন, সুরক্ষা দিয়ে তাকে দেশে এনে এই সিরিজের অন্তত চট্টগ্রাম টেস্টটা যাতে খেলতে দেয়া হয়।
/এমএইচআর
Leave a reply