ভাঙাচোরা সড়কে বেহাল দশায় পাবনা শহর

|

প্রথম শ্রেণির পৌরসভা হলেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না পাবনা শহরবাসী। বেশিরভাগ সড়কই ভাঙাচোরা। বৃষ্টি হলেই ডুবে থাকে অনেক সড়ক। খানাখন্দে ভরা রাস্তায় ভোগান্তির শেষ নেই চলাচলকারীদের। প্রায়ই ঘটে দুর্ঘটনাও।

রাস্তাজুড়ে অসংখ্য খানাখন্দ। কোথাও আবার বিটুমিনের অস্তিত্বই নেই। অথচ এই আতাইকুলা সড়ক পাবনা শহরের অন্যতম ব্যস্ত রাস্তা।

বেহাল সড়কে ভোগান্তির শেষ নেই চলাচলকারীদের। আরেক গুরুত্বপূর্ণ সড়ক হাসপাতাল রোডের অবস্থা অনেকটাই এমন। ভাঙাচোরা সড়কে রোগী পরিবহনে পোহাতে হয় চরম দুর্ভোগ। শুধু এই দু’টিই নয়, পৌরসভার বেশিরভাগ পথঘাটই বেহাল।

স্থানীয়রা বলছেন, দীর্ঘদিনের অবহেলা আর টেকসই সংস্কারের অভাবে সড়কগুলোর এমন দশা।

জনভোগান্তি নিরসনে শিগগিরই সড়ক উন্নয়ন কাজ শুরুর আশ্বাস পৌর প্রশাসকের। প্রশাসক শরিফ আহম্মেদ বলেন, বর্ষার কারণে শহরের বেশিরভাগ রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা কাজ শুরু করেছি। খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

১৯৮৯ সালে পাবনা পৌরসভা ‘ক’ শ্রেণিতে উন্নীত হয়। ২৭ দশমিক ২০ বর্গকিলোমিটার আয়তনের এই পৌরসভায় পাকা সড়ক রয়েছে প্রায় ২০০ কিলোমিটার।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply