মুন্সিগঞ্জ করেসপনডেন্ট:
মুন্সিগঞ্জের সিরাজদীখান উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪ জন টোটাবিদ্ধসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। এ সময় ৩টি বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালানো হয়। শনিবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার বালুচর ইউনিয়নের চরপানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে মো. জাকির হোসেন (৪২) ,পিয়ার হোসেন (৩৫) ও সিয়ামকে (২৮) ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। অপর আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার দুই দলের মধ্যে ফুটবল খেলা নিয়ে স্থানীয় রুপচান ও নুরুদ্দিনের সমর্থকদের সাথে মুজিবুর ও আব্দুল সর্মথকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জেরে শনিবার সকালে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কয়েককটি বাড়িঘরও ভাঙচুর করা হয়।
বালুচর ইউপি চেয়ারম্যান মো. আওলাদ হোসেন জানান, চরপানিয়া এলাকায় শুক্রবার ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটলেও বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফুটবল খেলা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
/এসআইএন/এমএইচ/আরএইচ
Leave a reply