বাজারে সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করলেন শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সিন্ডিকেটকারীদের বিশেষ আইনে গ্রেফতার করা হবে বলে সতর্ক করেন তিনি। বলেন, সরকারি দফতরের কর্মকর্তারা সক্রিয় না হলে, তাদের বাদ দিয়ে নতুন নিয়োগ দেয়া হবে।
শনিবার (১৯ অক্টোবর) সকালে সার্কিট হাউসে চট্টগ্রাম বিভাগ এবং জেলার দফতর সমূহের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সরকারি কর্মচারি কর্মকর্তাদের মাঝে কাজে অসহযোগিতার প্রবণতা আছে জানিয়ে উপদেষ্টা আসিফ বলেন, প্রশাসনিক কাজের অভিজ্ঞতা থাকার পরও যদি আপনারা কাজ করতে না পারেন তাহলে আপনাদের রেখে আমরা কী করবো?
এ সময় কঠোর পদক্ষেপের কথাও শোনা যায় উপদেষ্টা আসিফের কণ্ঠে। তিনি বলেন, প্রয়োজনে সিস্টেম ভাঙবো। নতুন লোকদের বসাবো।
আসিফের অভিযোগ, ফ্যাসিবাদী শাসন আমলের ফলে জ্বি হুজুর জ্বি হুজুর বলার অভ্যাস গড়ে উঠেছে কর্মকর্তাদের মাঝে। ফলে কাজ করার দরকার পড়ে না। তিনি বলেন, এখন সে পরিস্থিতি নেই এবং ভবিষ্যৎ বাংলাদেশে তা থাকবে না। কেউ যদি কাজ না করে, জবাবদিহি করতে ব্যর্থ হয়, তাকে আমাদের আর প্রয়োজন নেই।
তিনি আরও বলেন, আমরা কিন্তু কোনো নিয়ম নীতির তোয়াক্কা করবো না। নিয়ম মেনে বাংলাদেশে কোনো অভ্যুত্থান হয়নি। আপনারা যদি সহযোগিতা না করেন তবে ভবিষ্যতে নিয়ম নীতি মেনে সরকার পরিচালনা করা হবে না।
/এটিএম
Leave a reply