সম্পূর্ণ গণতন্ত্রের সুফল এখনও দেশের জনগণ পায়নি। তাই প্রকৃত বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (১৯ অক্টোবর) বিকেলে গুলিস্তানে আন্দোলনে আহত পথশিশুদের সাথে সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি।
এ সময় রিজভী বলেন, ভয়ঙ্কর ট্র্যাজেডির মধ্যে দিয়ে জনগণের যে অর্জন সেটিকে পূর্ণাঙ্গ রূপ দিতে হবে। ফ্যাসিবাদীর দোসররা দেশে অরাজকতা তৈরির চেষ্টা চালাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, পরাজিত অগণতান্ত্রিক খুনি সরকারের প্রেতাত্মারা নিষ্ঠুর স্বৈরাচারকে আবার ফিরিয়ে আনতে চায়। ফ্যাসিবাদী সরকারের আমলে সরকার, রাষ্ট্র ও ব্যক্তি একাকার হয়ে ভয়ঙ্কর একদলীয় কর্তৃত্ববাদী শাসন কায়েম করেছিল।
তিনি বলেন, শেখ হাসিনার শাসনামলে ভিন্নমত হওয়ার কারণে অনেকে দুর্ভোগে পড়েছিল। এরপর সেই সরকারের বিরুদ্ধে কোনো কথা বলা যেত না। দুঃসময় অতিক্রম করতে গিয়ে অনেকে অকাতরে নিজের জীবন দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
Leave a reply