আরও ২ লাখ ৩১ হাজার ডিম এলো দেশে

|

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে আরও ২ লাখ ৩১ হাজার ৮৪০ পিস মুরগির ডিম আমদানি করা হয়েছে। এ নিয়ে গত বছরের ৫ নভেম্বর থেকে চলতি বছরের ১৯ অক্টোবর পর্যন্ত ৯ লাখ ২৭ হাজার ৩৬০ পিস ডিম এলো।

রোববার (২০ অক্টোবর) বিকেলের দিকে চালান খালাস হওয়ার কথা রয়েছে। শুল্কায়নসহ প্রতি পিসের দাম পড়েছে সাড়ে ৬ টাকা।

গতকাল শনিবার রাত ৯টার দিকে চালানটি বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। আগামী মাসের মধ্যে আরও ৪০ লাখ ডিম আমদানি করা হবে। ঘাটতি পূরণে সরকার আরও সাড়ে চার কোটি পিস মুরগির ডিম আমদানির অনুমোদন দিয়েছে। রফতানিকারক প্রতিষ্ঠান কলকাতার ‘শ্রী লক্ষ্মী এন্টারপ্রাইজ’। আমদানি করেছে, হাইড্রো ল্যান্ড সল্যুশন। চালান খালাসের জন্য কাস্টমস হাউসে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছে, সিঅ্যান্ডএফ এজেন্ট রাতুল এন্টারপ্রাইজ। এখন চলছে যাচাই কার্যক্রম।

গত বছরের ৫ নভেম্বর আসে প্রথম চালান, এরপর দ্বিতীয় চালান আসে চলতি বছরের ৯ সেপ্টেম্বর। ভারত থেকে ডিমের আরও তিনটি চালান আসে গত ৬, ৭ ও ১৯ অক্টোবরে।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply