স্পিন যাদুতে চট্টগ্রাম টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। জয়ের জন্য টাইগারদের দেয়া ২০৪ রানের টার্গেটে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে উইন্ডিজ। শেষ খবর পর্যন্ত তাদের সংগ্রহ ৫ উইকেটে ৪৮ রান।
আগের দিনের ৫ উইকেটে ৫৫ রান নিয়ে চতুর্থ দিন ব্যাটিংয়ে নেমে শুরুতেই গ্যাব্রিয়েলের দুর্দান্ত এক ইনসুইংয়ে পরাস্থ হন মুশফিকুর রহিম। এরপর মাহমুদুল্লাহর ৩১ আর মেহেদী মিরাজের ১৮ রানে ভর করে ১২৫ রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা। ২০৩ রানের লিড পায় স্বাগতিকরা। উইন্ডিজের পক্ষে স্পিনার দেবেন্দ্র বিশু নেন ৪ উইকেট।
জবাবে, ক্রমেই ব্যাটনসম্যানদের জন্য ভয়ঙ্কর হয়ে ওঠা চট্টগ্রামের উইকেটে শুরু থেকেই কোনঠাসা হয়ে পড়ে উইন্ডিজ। মধ্যাহ্ন বিরতির আগে মাত্র ১১ রানেই ৪ উইকেট হারিয়েছে বসে সফররতরা। পরে মিরাজের শিকার হয়ে সাজঘরে ফেরেন হেটমায়ার।
প্রথম বাংলাদেশী বোলার হিসেবে টেস্টে ২০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব আল হাসান। তার ২ উইকেটের সঙ্গে তাইজুল ইসলামও নিয়েছেন ২ উইকেট। এর আগে প্রথম ইনিংসের বাংলাদেশের ৩২৪ রানের জাবাবে ২৪৬ রানে অলআউট হয় উইন্ডিজ।
Leave a reply