আজ লেবানন থেকে দেশে ফিরছেন ৫৪ বাংলাদেশি

|

লেবানন থেকে আজ বাংলাদেশে ফিরছেন ৫৪ বাংলাদেশি। দূতাবাসের উদ্যোগে গতকাল স্থানীয় সময় রাত ১০টা ৫০ মিনিটে রওনা হয়েছেন তারা।

লেবাননের রফিক হারিরি বিমান বন্দর থেকে উড্ডয়ন করে তাদের বহনকারী বিমান। জেদ্দা হয়ে বাংলাদেশে ফিরবেন তারা। দূতাবাসের তথ্যানুযায়ী, সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় তারা পৌঁছাবেন বাংলাদেশে।

ইসরায়েলের পুরোদস্তুর অভিযানে রণক্ষেত্র লেবানন। আহত হয়েছেন বহু বাংলাদেশি। ৭ অক্টোবর গাজায় তাণ্ডব শুরুর পর থেকেই আতঙ্কে দিন কাটছিলো প্রবাসীদের। অবশেষে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দেশে ফেরত পাঠানো হচ্ছে তাদের।

পর্যায়ক্রমে দৈনিক দু’টি ফ্লাইটের মাধ্যমে গড়ে ৩০ থেকে ৪০ জন প্রবাসী দেশে আসতে পারবেন। অনিবন্ধিত প্রবাসীদেরও দেশে ফেরানোর ব্যবস্থা করা হবে বলে নিশ্চিত করেছে দূতাবাস। নিরাপদে দেশে ফিরিয়ে দেয়ার উদ্যোগ নেয়ায় বাংলাদেশ সরকার ও দূতাবাসের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন প্রবাসীরা।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply