বৃহস্পতিবারের মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধের আলটিমেটাম

|

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ এবং ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা গণজমায়েত করেছে। শিক্ষার্থীরা এ সময় ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে আগামী বৃহস্পতিবারের মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধের আল্টিমেটাম দিয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে থেকে শহীদ মিনারে দেয়া বক্তব্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ এ আলটিমেটাম ছুড়ে দেন। তিনি বলেন, যে ছাত্রলীগের হাতে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে, তাদের এ দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসর মো. শাহাবুদ্দিনকে আর রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই না। মো. শাহাবুদ্দিন পদত্যাগ না করলে আবারও চূড়ান্ত বিপ্লবের দিকে আগাবে ছাত্র-জনতা।

সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনকে এই সপ্তাহের মধ্যে পদচ্যূত করতে হবে। সবশেষ ৩টি জাতীয় নির্বাচনকে অবৈধ ঘোষণা, মুজিববাদী সংস্কৃতি, সংবিধান সবকিছু বাতিল করতে হবে। শেখ হাসিনার দোসররা সাবধান হয়ে যাও।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক সার্জিস আলম বলেন, ছাত্রলীগ মাথাচাড়া দেয়ার চেষ্টা করছে। তাদের গায়ে আমাদের ছাত্র-জনতার রক্ত লেগে আছে। তাদেরকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে

সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, মুজিববাদীর নামে একের পর অপকর্ম সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে ছাত্রলীগ। তারাই ছাত্র আন্দোলনে প্রথম আঘাত করেছিল। মো. শাহাবুদ্দিনের স্বপদে বহাল থাকা আশ্চর্যজনক। তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।

আরও পড়ুন: রাষ্ট্রপতির পদত্যাগ চেয়ে বঙ্গভবনের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ, শহীদ মিনারে গণজমায়েত

/এসআইএন/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply