বঙ্গভবনে বিক্ষোভের মুখে অস্ত্র ফেলে চলে যায় পুলিশ

|

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ দাবিতে মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই বঙ্গভবনের সামনে বিক্ষোভ করতে থাকে ছাত্র-জনতা। এসময় নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলে বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনী। একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটে।

এক পর্যায়ে গুলিস্তান আউটার স্টেডিয়ামের পাশ দিয়ে পুলিশের একটি বড় দল বঙ্গভবনের সামনে আসার চেষ্টা করে। এসময় বিক্ষোভকারী ছাত্র-জনতা তাদের পথ আটকায়। বিক্ষোভকারীদের তোপের মুখে পুলিশ পিছু হটলে তাদের গাড়িতে হামলা চালানো হয়। এতে গাড়িতে থাকা পুলিশ সদস্যরা অবরুদ্ধ হয়ে পড়েন।

এসময় হামলার মুখে কয়েকজন পুলিশ সদস্য অস্ত্র ফেলে চলে যান। পরে আন্দোলনকারীরা অস্ত্রগুলো সেনাবাহিনীর কাছে জমা দেন।

তবে ঘটনার সময় আন্দোলকারীদের একটি অংশ পুলিশ সদস্যদের রক্ষা করার চেষ্টা করে। তবে অপর একটি অংশকে পুলিশ সদস্যদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে দেখা গেছে। লাঠিসোটা দিয়ে পুলিশের গাড়িতেও হামলা চালায় তারা।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply