খাশোগি হত্যায় সিআইএ’র তদন্ত বিশ্বাসযোগ্য নয়: সৌদি কর্তৃপক্ষ

|

সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড নিয়ে সিআইএর তদন্ত বিশ্বাসযোগ্য নয়। শনিবার এ দাবি করেন, সৌদি যুবরাজ তুর্কি আল-ফয়সাল।

তিনি বলেন, তুরস্কে কনস্যুলেটে খাশোগি হত্যার ঘটনায় বিব্রত সৌদি সরকার। তবে সিআইএর তদন্ত প্রতিবেদনে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্পৃক্ততার যে অভিযোগ করা হয়েছে তা ভিত্তিহীন।

জি-২০ সম্মেলনকে সামনে রেখে গত বৃহস্পতিবার রিয়াদ ছাড়েন যুবরাজ সালমান। কয়েকটি আরব দেশ সফরের পর আগামী শুক্রবার সম্মেলনে যোগ দেয়ার কথা তার।

তবে খাশোগি হত্যাকাণ্ড নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে পারেন এমন আশঙ্কায় তার সম্মেলনে যোগদান অনিশ্চিত বলে জানা গেছে। এদিকে সৌদি যুবরাজ সালমানের সফরের ওপর নিষেধাজ্ঞার দাবিতে বিক্ষোভ করে তিউনিসিয়ার নাগরিকরা। তবে দেশটির সরকারের দাবি, নিষেধাজ্ঞা জারি করলে বন্ধ হয়ে যেতে পারে সৌদি সহায়তা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply