মুন্সিগঞ্জ করেসপনডেন্ট:
মুন্সিগঞ্জ সদরে কুকুরকে খাবার দিতে গিয়ে দুর্বৃত্তদের ছুড়িকাঘাতে অমিত হাসান (১৯) নামের এক শিক্ষার্থী আহত হয়েছে। বুধবার রাত ১১টার দিকে শহরের উপকন্ঠ পঞ্চসার ইউনিয়নের মালির পাথর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত সন্দেহে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুর ১টার দিকে সাদেক নামে একজনকে আটক করেছে পুলিশ।
আহত সেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের জেলা সমন্বয়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় সদস্য অমিত স্থানীয় মালির পাথর গ্রামের ইব্রাহিম ভূঁইয়ার ছেলে। চলতি বছর মুন্সীগঞ্জ কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে সে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সেচ্ছাসেবী হিসাবে পরিচিত অমিত ওইদিন রাতে মালিপাথর প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্থানীয় কিছু কুকুরকে খাবার দিতে গিয়েছিলো। তবে এদিন মালিপাথর ও পাল পাড়া এলাকার দুটি পক্ষের মধ্যে উত্তেজনা চলছিলো। খাবার দিতে ঘটনাস্থলে পৌঁছালে হামলার শিকার হন তিনি।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে অবস্থা গুরুতর দেখে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে প্রেরণ করে। এদিকে খবর পেয়ে অমিতের খোঁজ নিতে এলাকায় আসলে আরও কয়েকজন ছাত্রের উপর হামলা করা হয়।
এসময় আহত হন, শহরের সরকারি হরগঙ্গা কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ফারদিন হাসান আবির (২৪), বুলবুল আহমেদ রাজ (২৩) , দ্বিতীয় বর্ষের ছাত্র ফাহিম মুনতাসির নোমানকে (২২) ও রাজু (২৪)। তাদেরকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
আহত অমিত জানান, গতকাল রাতে মালির পাথর প্রাথমিক বিদ্যালয়ের পাশে কয়েকটি কুকুরকে খাবার দেয়ার জন্য গিয়েছিলাম। আমার সাথে কারো কোনো বিবাদ নেই। তবে সেখানে ১০-১২ জনের একটি সংঘবদ্ধ গ্রুপ আমার পর অতর্কিত হামলা চালায়। এসময় কয়েকজন আমাকে ধরে রাখলে রাকিব নামের একটি ছেলে ছুরি দিয়ে আঘাত করে। আমি এর বিচার চাই।
এ বিষয়ে বারবার যোগাযোগ করা হলেও অভিযুক্ত রাকিবকে পাওয়া যায়নি। মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খলিলুর রহমান জানান, রাতে খবর পাওয়ার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যায়। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ভিকটিম চাইলে মামলা করতে পারবে বলেও জানান ওসি।
/এমএইচ
Leave a reply