দক্ষিণ লেবাননের হাসবায়ায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩ সাংবাদিক নিহত হয়েছেন। শুক্রবার (২৫ অক্টোবর) ভোরে এ হামলা হয় বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় গণমাধ্যম। খবর আল জাজিরা ও রয়টার্সের।
নিহতরা হলেন ক্যামেরা অপারেটর ঘাসান নাজ্জার, ইরানপন্থি সংবাদমাধ্যম আল-মায়াদিনের মোহাম্মদ রেদা এবং হিজবুল্লাহর আল-মানারের হয়ে কাজ করা ক্যামেরা অপারেটর উইসাম কাসেম।
হাসবায়ায় গণমাধ্যমের কর্মীদের ব্যবহৃত অতিথিশালায় ঘুমিয়ে ছিলেন নিহতরা। তখন বিমান হামলা চালায় ইসরায়েল। স্কাই নিউজ, আল-জাজিরা ও লেবাননের সম্প্রচারমাধ্যমসহ ছয়টি গণমাধ্যমের অন্তত ১৮ জন সাংবাদিক ওই অতিথিশালায় অবস্থান করছিলেন। এ হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন।
হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি ইসরায়েল। যদিও সাংবাদিকদের ওপর হামলা চালানোর কথা স্বীকার করে না তেল আবিব।
লেবাননে এর আগে ইসরায়েলের হামলায় রয়টার্সের সাংবাদিক ইসাম আবদাল্লাহসহ পাঁচজন সাংবাদিক নিহত হন। কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) জানিয়েছে, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তাদের প্রাথমিক তদন্তে ২৪ অক্টোবর পর্যন্ত অন্তত ১২৮ জন গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন।
/এমএন
Leave a reply