৮ দফা দাবিতে চট্টগ্রামে সনাতন সমাবেশ

|

সংখ্যালঘু নির্যাতন বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রুততম সময়ে উপযুক্ত শাস্তি প্রদান, ক্ষতিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যাবস্থাসহ ৮ দফা দাবিতে মহাসমাবেশ করছে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকেল ৩টায় নগরীর লালদিঘী মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে যোগ দিতে চট্টগ্রাম মহানগর ছাড়া-ও আশেপাশের ১৫ উপজেলা থেকে হাজারও মানুষ এসেছেন।

গত ৫ আগস্ট সরকার পতনের পর একটি মহল তাদের ওপর বিভিন্নভাবে হামলা-নির্যাতন করছে বলে অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের। তাই যারা হামলা নির্যাতন করেছেন, তাদেরকে আইনের আওতায় আনার দাবি তাদের। এছাড়া সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন ও সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করার কথা বলেন তারা।

সনাতন জাগরণ মঞ্চের ঘোষিত ৮ দফা দাবি আদায় না হলে পরবর্তীতে ঢাকায় কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেয়া হয়। তারা বলছে, প্রতিবার সরকার পরিবর্তনের পর তারা হামলা-নির্যাতরেন শিকার হয়। এবারও এর ব্যতিক্রম হয়নি। তাই তারা এসব দাবি নিয়ে মাঠে নেমেছেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply