বাগেরহাট করেসপনডেন্ট:
বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানের উপস্থিতিতে সরকারি অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন ডা. মো. জালাল উদ্দিন তার বক্তৃতায় ‘জয় বাংলা’ স্লোগান দেয়ার প্রতিবাদে ফুসে উঠেছে বাগেরহাটবাসী। এ ঘটনায় শহরে ঝাড়ু ও জুতা মিছিল করে জেলা প্রশাসক ও সিভিল সার্জনকে প্রত্যাহারের আল্টিমেটাম দিয়েছে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে কিশোরীদের জরায়ুমুখ ক্যানসার (এইচপিভি) প্রতিরোধী টিকা প্রদান কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে সিভিল সার্জন ‘জয় বাংলা’ শ্লোগান দেয় । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাস, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ কুমার বকশি মঞ্চে উপস্থিত ছিলেন।
এ সময় চুপ থেকে জেলা প্রশাসক মৌন সমর্থন দিয়েছেন উল্লেখ করে জেলা প্রশাসক ও সিভিল সার্জনের প্রত্যাহার দাবিতে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কে ঝাড়ু মিছিল করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এছাড়া কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর ও প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভা করেছেন তারা।
আগামী শনিবারের মধ্যে জেলা প্রশাসক ও সিভিল সার্জনের প্রত্যাহার না করলে রোববার সিভিল সার্জন ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচির ঘোষণাও দেন বিক্ষোভকারীরা।
/এনকে
Leave a reply