হাইস্কুলের রসায়নের শিক্ষক বানাতেন মাদক ‘মেথ’। এই নিয়ে তৈরি করা হয়েছিলো জনপ্রিয় টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’। সেই সিরিজটি যেন রূপ নিয়েছে বাস্তবে। ভারতের চেন্নাইয়ে বাসায় ‘ক্রিস্টাল মেথ’ বা ‘মেথামফেটামিন’ তৈরির কারখানা বানিয়েছেন কিছু ছাত্র।
তবে, এই মাদক বানানোর জন্য রসায়ন শাস্ত্রের ওপর বিদ্যা থাকা আবশ্যক। তাই, ছাত্রদের মধ্যে রয়েছে দুই গ্রুপ। একদল ছাত্ররা রসায়নের। আরেকদল হচ্ছে ইঞ্জিনিয়ারিং। কারণ, মাদক বানাতে বিশেষ যন্ত্রপাতির প্রয়োজন। সেগুলো বানানোর জন্য রয়েছে ইঞ্জিনিয়ারিং ছাত্ররা।
দুই গ্রুপের যুগলবন্দিতে তৈরি করা হয়েছে মাদক কারখানা। ইন্সপায়ার্ড ফ্রম ‘ব্রেকিং ব্যাড’। তবে, এই পরিকল্পনা গেলো জলে। ধরা খেলেন তারা পুলিশের কাছে। পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছে মোট সাতজন। যাদের মধ্যে পাঁচজন রোবটিক্স ইঞ্জিনিয়ারিং বা প্রকৌশলে স্নাতক। আরেকজন চেন্নাইয়ের এক নামকরা কলেজের রসায়নে স্নাতকোত্তর। অন্য এক প্রতিষ্ঠান থেকে তিনি বিএসসি পাস করেছিলেন। বেশ ভালো ফলাফলের জন্য তাকে স্বর্ণপদক পর্যন্ত দেয়া হয়েছিলো।
চেন্নাইয়ের অ্যান্টি-ড্রাগ ইন্টেলিজেন্স ইউনিট (এডিআইইউ) মেথ ল্যাবে অভিযান চালিয়ে ২৫০ গ্রাম মেথামফেটামিন, দুটি মোবাইল ফোন, একটি রাসায়নিক ওজনের মেশিন, জার, পরীক্ষাগারের সরঞ্জাম, টেস্ট টিউব, পাইপেট, বুরেট, কাঁচের বোয়মে সংরক্ষিত কাঁচা রাসায়নিক দ্রব্য জব্দ করেছে।
পুলিশ সন্দেহ করছে যে এই ছাত্ররা একটি বৃহত্তর সিন্ডিকেটকে মেথ সরবরাহ করছিলো। মামলার আসামিদের নাম ফ্লেমিং ফ্রান্সিস (২১), নবীন (২২), প্রবীণ প্রণব (২১), কিশোর (২১) জ্ঞানপান্ডিয়ান (২২), অরুণকুমার (২২ এবং ধানুশ (২৩)।
সূত্র: হিন্দুস্তান টাইমস
/এআই
Leave a reply