সুনামগঞ্জে সরকারি বালু-পাথর হরিলুট বন্ধের উদ্যোগ পুলিশের 

|

সুনামগঞ্জ প্রতিনিধি:

যমুনা টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ইজারাবিহীন ধোপাজান নদী থেকে সরকারি সম্পদ লুট ঠেকাতে উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ। নদীর প্রবেশ মুখে আড়াআড়ি ভাবে নৌকা রেখে বন্ধ করে দেয়া হয়েছে প্রবেশ মুখ। ফলে বালু-পাথরসহ কোন নৌযান ঢুকতে কিংবা বের হতে পারবে না। শুধুমাত্র মানুষ ও পণ্য পরিবহন অব্যাহত থাকবে। গতকাল বৃহস্পতিবার ধোপাজান নদীতে হরিলুটের সংবাদ প্রকাশ করে যমুনা টেলিভিশন।  

পরে আজ শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় ধোপাজান বালুমহালের হরিলুট ঠেকাতে প্রবেশ মুখ বন্ধ করে দেন পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খাঁন।

তিনি বলেন, পূজাসহ অন্যান্য ব্যস্ততার সুযোগে বালু পাথর হরিলুটে নেমেছিলো বালুখেকোরা। বাঁশের বেড়া দিয়ে তাদের আটকানো যায়নি। তাই এবার নৌকা দিয়ে নৌকা ঠেকানোর উদ্যোগ নিয়েছি।

/এআই 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply