রাজশাহী ব্যুরো:
রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত পুলিশের ৫৯ জন উপ-পরিদর্শককে (এসআই) কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। প্রশিক্ষণ ক্লাসে এলোমেলোভাবে বসে হইচই করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাদের এই নোটিশ দেয়া হয়।
পুলিশ একাডেমির অধ্যক্ষের পক্ষে পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড লজিস্টিক) তারেক বিন রশিদ স্বাক্ষরিত পৃথক চিঠিতে সোমবার ১০ জনকে এবং বৃহস্পতিবার ৪৯ জনকে নোটিশ দেয়া হয়। এর আগে, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ২৫২ জন প্রশিক্ষণরত এসআইকে অব্যাহতি দেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে পুলিশ একাডেমির অধ্যক্ষ (অতিরিক্ত আইজিপি) মাসুদুর রহমান ভুঞা বলেন, এটি রুটিন ওয়ার্ক। শৃঙ্খলাভঙ্গ করলে এ ধরনের নোটিশ দেয়া হয়ে থাকে। এটা একাডেমির শুরু থেকেই হয়ে আসছে। এর মধ্যে কোনো রাজনীতি নেই।
পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, ২০২৩ সালে এসআই পদে নিয়োগের জন্য ৮২৩ জনকে চূড়ান্ত করে প্রশিক্ষণের জন্য পুলিশ একাডেমিতে পাঠানো হয়। ৪০তম ব্যাচের ক্যাডেট হিসেবে প্রশিক্ষণ শেষে আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে তাদেরকে পদায়নের কথা ছিল।
/এসআইএন/এনকে
Leave a reply