তেলআবিবে ভূগর্ভ্যস্থ নিয়ন্ত্রণ কক্ষে বসে ইরানে চালানো ইসরায়েলি সামরিক বাহিনী–আইডিএফের অভিযান পর্যবেক্ষণ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
শনিবার (২৬ অক্টোবর) দেশটির প্রতিরক্ষা বিভাগ- আইডিএফ নেতানিয়াহু আর কর্মকর্তাদের এমন একটি ভিডিও প্রকাশ করেছে।
যেখানে দেখা গেছে, কমান্ড সেন্টারে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তসহ সরকারের শীর্ষ কর্মকর্তারা। ছিলেন সেনাপ্রধান ছাড়াও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা।
জানা গেছে, ওই নিয়ন্ত্রণ কক্ষ থেকে সেনাদের নির্দেশনা দেয়া হয়। হামলার খুঁটিনাটিও তদারকি করা হয়।আইডিএফ-এর দাবি, ইরানে সীমিত পরিসরে অভিযান চালানো হয়েছে।
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই দুই দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে। চলতি মাসের শুরুতেই ইসরায়েলে প্রায় দু’শ মিসাইল ছোঁড়ে ইরান।
এছাড়াও ইহুদি ভূখণ্ড লক্ষ্য করে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে তেহরান সমর্থিত গোষ্ঠীগুলো। পাল্টা কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে তেলআবিব। গাজায় তেলআবিবের আগ্রাসন শুরুর পর থেকেই সক্রিয় হিজবুল্লাহ, হুতিসহ ইরান সমর্থিত গোষ্ঠীগুলো।
/এমএইচ
Leave a reply