অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার (২৫ অক্টোবর) স্থানীয় সময় ভোর সাড়ে ৫টায় রাজধানী তেহরানে শক্তিশালী কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইরানে ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে’ হামলা চালাচ্ছে তারা। অন্যদিকে, সামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলের বিমান হামলায় ‘সীমিত ক্ষতি’ হয়েছে বলে বিবৃতি দিয়েছে তেহরান। এক প্রতিবেদনে দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়।
ইরানের দাবি, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ইসরায়েলের ‘অ্যাটাক’ ট্র্যাক করেছে। তবে, কিছু জায়গায় সীমিত ক্ষতি হয়েছে বলে স্বীকার করেছে তেহরান।
ইরানের বিমান প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, তেহরান, খুজেস্তান ও ইলাম প্রদেশের সামরিক কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল।
উল্লেখ্য, ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘ইসরায়েলে কয়েক মাস ধরে ইরানের হামলার জবাবে এই মুহূর্তে ইরানের সামরিক স্থাপনাগুলোয় সুনির্দিষ্টভাবে হামলা চালাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী।’
/এআই
Leave a reply