সংবিধানের কোথাও যন্ত্রের মাধ্যমে নির্বাচন করা যাবে বলে উল্লেখ নেই; তাই ইভিএম বাতিলের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি জয়নুল আবেদীন।
আজ রোববার দুপুরে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, একটি বাহিনী দিয়ে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা চলছে। এজন্য ম্যাজিস্ট্রেটদের ভোট কেন্দ্রে প্রবেশের দাবিও জানান তিনি।
সাংবাদিকদেরকে ভোটকেন্দ্রে ঢুকতে অনুমতি দেয়ার দাবি জানিয়ে তিনি বলেন, ইভিএম ব্যবহারের কথা বলে নির্বাচন কমিশন সংবিধান লঙ্ঘন করেছে৷ এর বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করতে পারে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
Leave a reply