জাতিসংঘ মহাসচিবকে কিয়েভে ঢুকতে দেবেন না ইউক্রেনের প্রেসিডেন্ট

|

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের কিয়েভ সফরের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, মূলত জাতিসংঘের মহাসচিব রাশিয়ার কাজানে অনুষ্ঠিত ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনে উপস্থিত হওয়ার তার প্রতি নাখোশ হয়েছেন জেলেনস্কি। আর তাই তিনি তাকে (আন্তোনিও গুতেরেসকে) কিয়েভে ঢুকতে দেবে না বলে গতকাল শুক্রবার জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা। 

কিয়েভ বৃহস্পতিবার ব্রিকসের সম্মেলনে যোগ দেয়ায় গুতেরেসের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট। ব্রিকস সম্মেলনে গুতেরেস ইউক্রেনে ‘ন্যায়সংগত শান্তি’ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন এবং তিনি বারবার এই আগ্রাসনের নিন্দা করেছেন।

এর আগে, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন অভিযান শুরু করে। রাশিয়ার হামলায় ইউক্রেনে কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। বসতি ও জ্বালানি অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।

/এআই 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply