ইকো ক্যাশ গ্লোবাল ট্রেড হাবের সহযোগিতায় ইকো ট্রেড ফেয়ার ও সামিট ২০২৪ আয়োজন করেছে গ্লোবাল ল’ থিঙ্কার্স সোসিটি (জিএলটিএস)। গত মঙ্গলবার (২২ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সামিটের উদ্বোধন করেন জিএলটিএসের প্রতিষ্ঠাতা রাওমান স্মিতা। এতে টেকসই ব্যবসায়িক অনুশীলন ও জলবায়ু অর্থায়নের উপর আলোচনা করা হয়। এ সময় বিভিন্ন স্থান আসা উদ্যোক্তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। এটি পরিবেশবান্ধব সমাধান ও সবুজায়নে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বকে তুলে ধরবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
রাওমান স্মিতা বলেন, আমরা এখানে একটি সবুজ বিপ্লবের পক্ষে দাঁড়াতে এসেছি। যেখানে ব্যবসা এবং প্রকৃতি একসঙ্গে বৃদ্ধি পাবে। অর্থনৈতিক সাফল্য ও পরিবেশগত দায়িত্ব নিশ্চিত করবে।
সামিট জুড়ে, বিশ্বের বিভিন্ন স্থান থেকে অগ্রগামী ব্যক্তিত্বরা তাদের বিশেষজ্ঞতা শেয়ার করেন।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মাহফুজা পারভীন বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় সবুজ উদ্ভাবনের গুরুত্ব অনেক। জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করতে টেকসই সমাধান অপরিহার্য।
এদিকে, সামিটের দ্বিতীয় প্যানেলটি মিডিয়া, অর্থায়ন এবং সামাজিক উদ্যোগের ভূমিকা নিয়ে আলোচনা করেন। এ সময় পরিবেশবান্ধব বাণিজ্য সম্পর্কে সচেতনতা বাড়ানোর ক্ষেত্রে মিডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন যমুনা টেলিভিশনের সিনিয়র ব্রডকাস্ট সাংবাদিক সালাউদ্দিন আহমেদ রেজা।
এতে উপস্থিত ছিলেন, স্পৃহা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফারহা মাহমুদ তৃনা, সাউথইস্ট ব্যাংক পিএলসির সিনিয়র সহকারী ভাইস প্রেসিডেন্ট এ এইচ এম ফাইজুর রহমান সহ অনেকে। সামিট শেষে উপহার ও সনদপত্র বিতরণ করা হয়।
/আরএইচ
Leave a reply