Site icon Jamuna Television

ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে: ধর্ম উপদেষ্টা

ফাইল ছবি।

ফিলিস্তিনে গণহত্যা চালানো হচ্ছে। কিন্তু সারা বিশ্ব এ বিষয়ে নিরব রয়েছে। দেশটির নারী, শিশু ও বয়োবৃদ্ধ নাগরিকদের আর্তনাদ কাউকে স্পর্শ করছে না। সবাই নির্বিকার হয়ে বসে আছে। তাদের সহায়তায় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে। এমন মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

শনিবার (২৬ অক্টোবর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে ‘পয়েট্রি ফর প্যালেস্টাইন’ নামক একটি অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

খালিদ হোসেন বলেন, ফিলিস্তিন আমাদের অন্তর, মন ও আত্মার সাথে মিশে রয়েছে। দেশটির নির্যাতিত জনসাধারণের প্রতি সহমর্মিতা রয়েছে। তাদের ন্যায়সঙ্গত সংগ্রামের প্রতি আমাদের সমর্থন রয়েছে। দেশটির নির্যাতিত ও গৃহহীন জনসাধারণের সাহায্য ও মানবাধিকার রক্ষায় বিশ্ববাসিকে এগিয়ে আসতে হবে।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, ফিলিস্তিন পবিত্র ভূমি। এই ভূমিতে মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা রয়েছে। এছাড়া, শতাধিক নবী রাসূলের সমাধি রয়েছে। এ সময় ফিলিস্তিনকে রক্ষায় মুসলিম বিশ্বকে সোচ্চার হওয়ার আহ্বানও জানান তিনি।

অনুষ্ঠানে ঢাকার ইরান দূতাবাসের কালচারাল কাউন্সিলর সাইয়্যেদ রেজা মীর মোহাম্মদী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শাহ্ কাওসার মুস্তাফা আবুলউয়ালীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

/আরএইচ

Exit mobile version