রাজশাহীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় ফুটবলের ভেতরে রাখা ২ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৫ এর সিইও লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ কবির।
শনিবার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার স্বরমোংলা গ্রামে অভিযান পরিচালনা করে হেরোইনের এই চালানটি উদ্ধার করা হয়।
কর্নেল ফিরোজ জানান, সীমান্তবর্তী এলাকা গোদাগাড়ী হয়ে রাজশাহীতে মাদক প্রবেশ করে। এই রুটটি নজরদারিতে রয়েছে। এদিন রাতে র্যাবের একটি টিম টহলে বের হয়। এসময় স্বরমোংলা গ্রামের একটি মাঠে পৌছালে একজন র্যাবের উপস্থিতি টের পেয়ে ফুটবলটি ফেলে পালিয়ে যায়।
সন্দেহ হলে ফুটবলটি তল্লাশি করে এর ভেতর থেকে ২১টি প্যাকেটে মোট ২ কেজি ১০০ গ্রাম হেরোইন পাওয়া যায়।উদ্ধারকৃত মালামাল জিডির মাধ্যমে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব।
/এমএইচ
Leave a reply