রাজধানীর মিরপুরের প্যারিস রোডের মাঠ দখলমুক্ত করতে মানববন্ধন করেছে স্থানীয় বেশ কয়েকটি স্কুল, মাদরাসার শিক্ষার্থী ও এলাকাবাসী। আজ রোববার (২৭ অক্টোবর) সকালে মিরপুর ১১ নম্বর সেকশনের ৩ নম্বর ওয়ার্ডে প্যারিস রোডের সামনে এ মানববন্ধন করা হয়।
তারা জানান, গত ২৪ অক্টোবর প্যারিস রোডের ৬ বিঘা জায়গাজুড়ে বিশাল খেলার মাঠ দখলে অভিযান চালায় রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ প্রশাসন ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এসময় মাঠের চারপাশের অসংখ্য গাছ উপড়ে ফেলা হয়। ছাত্র-জনতার আন্দোলনের পর স্থানীয় শিক্ষার্থীরা খেলার মাঠের নামকরণ করেন শহীদ মুগ্ধর নামে। সেই নামফলকও ভেঙে ফেলা হয়।
স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের ফলে স্থানীয় কতিপয় বিএনপি নেতাকর্মী টাকার বিনিময়ে প্রশাসনকে সঙ্গে নিয়ে খেলার মাঠ দখল করতে আসেন। স্থানীয়দের দাবি– এ জায়গায় রাজউকের প্লট নয়, দরকার একটি খেলার মাঠ। শিশুদের বিকাশে সব মাঠ দখলমুক্ত ও সংস্কার চান নগরবাসী।
জানা যায়, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ১৯৯৬ সালে ‘ঢাকা অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর আওতায় রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনে প্যারিস রোড সংলগ্ন খেলার মাঠটিতে ৩২টি প্লটে ন্যাশনাল হাউজিং সোসাইটিকে বরাদ্দ দেয়। অথচ ড্যাপের নকশায় এটিকে উন্মুক্ত স্থান হিসেবে চিহ্নিত করায় বিগত সরকারের সাবেক মেয়র ২০২২ সালে এটিকে প্লটের জন্য নয়, মাঠ হিসেবেই বরাদ্দ দেয়ার ঘোষণা দেয়। তারপর থেকেই এটি খেলার মাঠ হিসেবেই ব্যবহার করছেন স্থানীয়রা।
/এএম
Leave a reply