চাঁদপুরের ডাকাতিয়া নদীতে এম ভি সাদিয়া অনিক নামে একটি তেলবাহী ট্যাংকারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রোববার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
জেনারেটর বিস্ফোরণ থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জন আহতের খবর পাওয়া গেছে। এরইমধ্যে গুরুতর আহত একজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
এর আগে, রোববার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের ৫ নং কয়লা ঘাট এলাকায়এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ও কোস্টগার্ডের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এর প্রায় ১ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা।
জানা গেছে, গত শুক্রবার সাড়ে ৭ লাখ লিটার ডিজেল ও পেট্রোল নিয়ে জাহাজটি ঘাটে আসে। পরে রোববার বিকেলে তেল আনলোড করার সময় জেনারেটর চালু করলে হঠাৎ বিস্ফোরণ ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক সৈয়দ মোরশেদ আলম।
/আরএইচ
Leave a reply