নির্বাচনে আওয়ামী লীগের নতুন মুখ যারা

|

একাদশতম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আসনগুলোতে মনোনয়ন দিচ্ছে আওয়ামী লীগ। আজ বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কার্যালয় থেকে মনোনীতরা দলীয় সভাপতি শেখ হাসিনার স্বাক্ষরিত চিঠি সংগ্রহ করেন।

এবার বেশ কয়েকটি আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন নতুনরা। তারা হলেন- পিরোজপুর-১ আসনে সুপ্রিম কোর্টের আইনজীবী শ ম রেজাউল করিম, শরীয়তপুর-২ আসনে দলের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী চট্টগ্রাম-৯, মাগুরা-১ আসনে সাইফুজ্জামান শিখর, অসীম কুমার উকিল নেত্রকোণা-৩, ঢাকা-১৩তে সাদেক খান, খুলনা-২ আসনে শেখ জামাল জুয়েল, পাবনা-২ আসনে আহমেদ ফিরোজ কবির, নড়াইল-২ আসনে মাশরাফী বিন মোর্তুজা, পুলিশের সাবেক আইজিপ নূর মোহাম্মদ নির্বাচন করবেন কিশোরগঞ্জ-২ আসন থেকে, টাঙ্গাইল-৩ আসনে আতাউর রহমান খান, আবদুর রহমান বদির স্ত্রী শাহীন আকতার চৌধুরী কক্সবাজার-৪ থেকে নির্বাচন করবেন। এছাড়া ঢাকা ১৭ থেকে নির্বাচন করবেন অভিনেতা আকবর হোসেন পাঠান (নায়ক ফারুক)।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply