তেল আবিবে ‘সম্ভাব্য’ সন্ত্রাসী হামলায় নিহত ১, আহত ৩২

|

ইসরায়েলের রাজধানী তেল আবিবের উত্তরে একটি বাসস্টপে সন্দেহজনক সন্ত্রাসী হামলায় অন্তত ৩২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ১০ জন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, এ ঘটনায় একজন নিহত হয়েছেন।

স্থানীয় সময় রোববার (২৭ অক্টোবর) সকালে মোসাদ সদর দফতরের কাছে গ্লিলট সামরিক ঘাঁটির সামনে একটি ট্রাক বাসস্টপে ওঠে গেলে এই ঘটনা ঘটে।

আহতদের বেশিরভাগই সেনাসদস্য ছিলেন বলে জানা গেছে। তাদের মধ্যে অনেকেই প্রবীণ নাগরিক। কাছাকাছি একটি জাদুঘরে আয়োজিত একটি স্মরণসভায় অংশ নিতে এসেছিলেন তারা।

আহতরা সবাই বাসস্ট্যান্ডে অপেক্ষারত অবস্থায় ছিলেন। এসময় হঠাৎ করেই তাদের ওপর দ্রুতগতিতে ট্রাক চাপিয়ে দেন ট্রাকচালক। আহতদের দ্রুত ঘটনাস্থল থেকে উদ্ধার করে নেয়া হয় নিকটবর্তী হাসপাতালে।

ট্রাকচাপার এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে দাবি করছে ইসরায়েলি পুলিশ। স্থানীয় গণমাধ্যম বলছে, নিরাপত্তা বাহিনীর সদস্যদের হাতে এরইমধ্যে প্রাণ গেছে ঐ ট্রাকচালকের। তবে এটি কোনো সন্ত্রাসী হামলা ছিল কিনা, এ বিষয়ে কিছু জানানো হয়নি। এ ঘটনার বিস্তারিত কারণ জানতে চলছে তদন্ত।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply