মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে কঠোর অবস্থানে আছে সেনাবাহিনী। তাদের সাথে যৌথভাবে কাজ করছে পুলিশসহ অন্যান্য বাহিনীও। রোববার (২৭ অক্টোবর) রাতেও তাদের অভিযানে ধরা পড়েছে ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন।
সম্প্রতি রাজধানীবাসীর কাছে পরিণত হয়েছে আতঙ্কের জনপদে। দিন বা রাত, যে কোন সময় ঘটছে ছিনতাই, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধের ঘটনা। তাই এই এলাকার আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে মাঠে নেমেছে সেনাবাহিনী। যৌথবাহিনীর নেতৃত্বে চালানো হচ্ছে অভিযান। পাশাপাশি কাজ করছে এলাকাবাসীও।
অভিযান শুরুর পর থেকেই একের পর এক ধরা পরছে অপরাধীরা। রোববার মধ্যরাতে মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকায় কয়েকজন ছিনতাইকারীকে ধরে সেনাবাহিনীর কাছে সোপর্দ করে এলাকাবাসী।
সেনাবাহিনী জানায়, এ দিন ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান এবং জেনেভা ক্যাম্প থেকে খুনের আসামিসহ ছিনতাইকারী, চাঁদাবাজ এবং কিশোর গ্যাংয়ের ২২ জনকে আটক করেছে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র ব্রিগেডের ২৩ ইস্ট বেংগল রেজিমেন্ট। পরে তাদের হস্তান্তর করা হয় মোহাম্মদপুর থানায়।
সন্ত্রাস দমন এবং আইনশৃস্খলা পরিস্থিতির উন্নয়নে কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।
/এটিএম
Leave a reply