নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় শিবচরের ১৫ জেলে আটক

|

স্টাফ করেসপনডেন্ট, মাদারীপুর:

নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ ধরায় মাদারীপুরের শিবচরে ১৫ জেলে আটক হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানাও করা হয়েছে। গতকাল রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য অফিস।

মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ইলিশ রক্ষায় রোববার সকাল থেকে রাত পর্যন্ত অভিযান পরিচালনা করে মৎস্য অফিস, উপজেলা প্রশাসন ও নৌপুলিশ। বিকেল পর্যন্ত অভিযানে ৫ জেলেকে আটক এবং ৩০ কেজি ইলিশ ও ৪০ হাজার মিটার জাল জব্দ করা হয়। এরপর সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত অভিযানে ১৫ জন জেলেকে আটক এবং ১ লাখ ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও ৩০ কেজি ইলিশ জব্দ করা হয়। উদ্ধার হওয়া ইলিশ স্থানীয় ২টি এতিমখানায় বিতরণ করে দেয় অভিযানকারীরা।

জব্দ হওয়া এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ জেলের মধ্যে ১০ জনকে ৮ দিনের কারাদণ্ড এবং ৫ জনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম বলেন, মা ইলিশ রক্ষায় অভিযান চলমান রয়েছে। নদীতে অভিযানের পাশাপাশি পদ্মার পাড়ে গড়ে উঠা অস্থায়ী ইলিশের হাটেও অভিযান চালানো হয়েছে।

/এসআইএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply